রাজ্য বিভাগে ফিরে যান

অন্য ছবি, পুজোয় সরকারি অনুদান পেতে নতুন করে আবেদন একাধিক ক্লাবের

September 8, 2024 | < 1 min read

অন্য ছবি, পুজোয় সরকারি অনুদান পেতে নতুন করে আবেদন একাধিক ক্লাবের। ছবি সৌজন্যে: holidify

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাজার হাজার বারোয়ারি পুজো হয় বাংলায়, আরজি কর আবহে তাদের মধ্যে ডজন খানেক ক্লাব পুজোয় সরকারি অনুদান ফেরানোর কথা জানিয়েছে। দেখা যাচ্ছে, ক্লাবগুলোর নিয়ন্ত্রণ রাজ্যের বিরোধী রাজনীতির নেতাদের হাতে। ট্রেন্ডের মাঝেই অন্য ছবি দেখা যাচ্ছে শহরে। পুজোয় ৮৫ হাজার টাকা অনুদান পেতে হাই কোর্টের দ্বারস্থ তিন ক্লাব। আইনি অনুমতিও মিলেছে। ক্লাব তিনটি হল বাদল পল্লি মহিলা দুর্গোৎসব কমিটি, বাঁশদ্রোণী কালীতলা পার্ক নাগরিক সেবা সমিতি এবং নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন।

‘অশৌচে’র অজুহাতে একদল প্রতিবাদী দুর্গাপুজো বয়কটের ডাক দিয়েছেন। দুর্গাপুজো বন্ধ হলে রাজ্যের অর্থনীতির ক্ষতি হবে। ধাক্কা খাবে প্রান্তিক মানুষজন। ‘বয়কট’র বিরোধিতা করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বিচারের দাবিতে আন্দোলনের সঙ্গে পুজোর অর্থনীতি মেশাবেন না। অসংগঠিত ক্ষেত্রে বহু পেশা রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে একাধিক ক্লাবের সরকারি অনুদান নেওয়ার খবর প্রকাশ্যে এল।

জানা যাচ্ছে, অনুদান পাওয়া মোট ক্লাবের সংখ্যা ৪৫, ৫০০। সরকারের সিদ্ধান্ত ছিল নথিভুক্ত ক্লাবগুলোকেই অনুদান দেওয়া হবে। ৩টি ক্লাব নতুন করে হাই কোর্টে আবেদন করে, এই তালিকায় তাদের ইনক্লুড করার দাবিতে, যাতে পুজো অনুদানের টাকা তারা পায়। এই ৩টি ক্লাব এতদিন পুজোর অনুদান নেয়নি। তারা কোর্টে আবেদন করেছে। হাই কোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durga Puja 2024, #Clubs, #government grants

আরো দেখুন