দেশ বিভাগে ফিরে যান

সেনাবাহিনীর গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের গণধর্ষণ, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে হাড় হিম করা সন্ত্রাস!

September 12, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার গভীররাতে ভয়াবহ ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। ইন্দোরের ৩৫ কিলোমিটার দূরে জামে গেট নামে জায়গায় সেনাবাহিনীর একটি গাড়ি দাঁড় করিয়ে কয়েকজন মহিলাকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। ওই এলাকায় সেনাবাহিনীর ব্যারাক রয়েছে। গভীররাতে সেনা অফিসাররা বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন।

চামে গেট এলাকায় জাতীয় সড়কের উপর তাদের গাড়ি দাঁড় করানো হয়। দুই সেনা অফিসারকে দুষ্কৃতীরা মারধর করে, তারপর তাঁদের বান্ধবীদের গণধর্ষণ করে। এক সেনা অফিসার কোনওরকমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার কথা জানালে পুলিশ খবর পায়।

চারটি থানার পুলিশ গভীররাতেই জঙ্গল এলাকা ঘুরে ঘিরে তল্লাশি শুরু করে। দুই ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তারা জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল। পুলিশ জানিয়েছে ধৃতরা স্থানীয় বাসিন্দ নয়।

দুই সেনা অফিসার পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীরা সংখ্যায় ছ’জন ছিল। তারা প্রথমে ১০ লক্ষ টাকা দাবি করে। দুই সেনা অফিসারকে মারধর করার পর তারা বান্ধবীদের টার্গেট করে। মহিলারা সংখ্যায় কতজন ছিলেন তা জানা যায়নি।

মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, আক্রান্ত দুই সেনা অফিসার মহুর ‘স্কুল অফ ইনফ্যান্ট্রি’-তে প্রশিক্ষণাধীন। বান্ধবীদের নিয়ে পিকনিকে যাওয়ার পথে হামলার শিকার হন তাঁরা। দুই অফিসারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rape, #Army, #assault, #Trainees, #Gangraped

আরো দেখুন