পুজোয় টুইন টাওয়ারের আদলে মণ্ডপ গড়ে চমক দিতে চলেছে জিরাট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জিরাট বাস স্ট্যান্ডের কাছে ইতিমধ্যেই আকার নিয়েছে দুবাইয়ের টুইন টাওয়ার। পেঁচিয়ে ওঠা স্থাপত্যের কারণে দুবাইয়ের অন্য একটি টুইন অর্থাৎ জোড়া টাওয়ারকে স্পাইরাল টাওয়ার বলা হয়। পর্যটকদের অন্যতম গন্তব্য সেই টাওয়ারের আদলে পুজোমণ্ডপ গড়ছে সবুজ সঙ্ঘ। হুগলির অন্যতম প্রান্তিক জনপদ জিরাটে ইতিমধ্যেই সাড়া ফেলেছে সেই নির্মাণ।
আগাগোড়া কাঁচে মোড়া মণ্ডপের উচ্চতা হবে ১২০ ফুট। অন্তত এমনটাই দাবি আয়োজকদের। কাচে মোড়া মণ্ডপের উপরে থাকবে আলোর বর্ণময় আয়োজন। ফলে বৈভবের প্রদর্শনী ঘিরে চর্চার পালে দুরন্ত বাতাস। উদ্যোক্তাদের দাবি, যে কাচ ব্যবহার করা হবে তাও এলেবেলে নয়, বিশেষ রকমের। যাতে আলো হবে মোহময়। প্রতিমা মাটি দিয়ে তৈরি হলেও টাওয়ারের সঙ্গে সংযোগ রেখে তাকে আড়ে বহরে বাড়ানো হচ্ছে। ১৮ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া প্রতিমা থাকবে মণ্ডপে। পুজোর কর্তা তরুণ বিশ্বাস বলেন, শুধু বলাগড় নয় আমাদের চ্যালেঞ্জ, হুগলির সবকটি পুজোকে। এবারে আমরাই সেরা।
পাল্টা সেরার সেরা হওয়ার দাবি পেশ করে রাখছে জিরাটের আদি বারোয়ারিও। জিরাট হাইস্কুল মাঠে বিরাট মণ্ডপ ইতিমধ্যেই সমাজমাধ্যমের চর্চায় এসেছে। আধ খানা চাঁদের আকারের একটি বিখ্যাত টাওয়ার আছে কাতারের রাজধানী দোহাতে। তার নাম ক্রিসেন্ট মুন টাওয়ার। মজার কথা সেটিও টুইন টাওয়ার। এখানেও মণ্ডপসজ্জার উপকরণ বিশেষ রকমের কাচ। আলোর ঝলকানি আর ১০০ফুটের মণ্ডপে মন মাতাতে কোমর কষেছে বারোয়ারিটি। তবে বিশ্বের খ্যাতনামা টাওয়ারের আদলের মণ্ডপে দেবী থাকবেন সাবেক সাজে। ক্লাবকর্তা অসিত সিংহ বলেন, আধুনিকতার সঙ্গে ঐতিহ্যকে আমরা এক মণ্ডপে ধরতে চাই। গোটা হুগলিকে এবার পুজোয় জিরাটে আসতেই হবে।