দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার

September 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর জি কর কাণ্ডের শুনানি হয়। প্রধান বিচারপতি বেশ কয়েকটি বিষয়ে তাঁর পর্যবেক্ষণ জানান। তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করার অভিযোগ উঠেছে।

ঘটনার তদন্ত করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসত জেলা পুলিস। একজনকে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানা, দ্বিতীয় জনকে বারাসত থানা ও তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম সুমিত কুণ্ডু, সফিকুল ইসলাম ও প্রিতম পাল। ধৃত প্রথম দু’জনকে এদিন বারাসত আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে তারা বাম সমর্থক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Justice DY Chandrachud, #sumit kundu, #pritam pal, #safikul islam, #Social Media, #supreme court, #arrest

আরো দেখুন