সীতারাম ইয়েচুরির পর CPIM-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কমিউনিস্ট পার্টি (মার্ক্সিস্ট)–সিপিআই (এম) এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে গত ২৫ দিন তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বেলা তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সিপিআই (এম)–এর ৭২ বছর বয়সী এই উদারপন্থী মুখ।
সামগ্রিক ভাবে সিপিএমের সামনেও এই মুহূর্তে অন্ধকার। আর কয়েক মাস পরে দলের সাধারণ সম্পাদক হিসেবে সীতারামের তৃতীয় দফার মেয়াদ ফুরোতো। ওই পদে থেকে সীতারামই দলে লড়াই করে যে কোনও কমিটির সম্পাদকের জন্য তিন বারের মেয়াদ এবং কমিটিতে বয়স-সীমা বেঁধে দেওয়ার নীতি চালু করিয়েছিলেন। সেই নীতি মেনে আগামী বছর মাদুরাই পার্টি কংগ্রেসে সীতারামকে সাধারণ সম্পাদকের ইনিংস শেষ করতে হত। কিন্তু তাঁর বিকল্প হিসেবে তেমন গ্রহণযোগ্য মুখ এখন নেই, এই যুক্তি সামনে রেখে সীতারামকে ব্যতিক্রমী ভাবে আরও এক বার সাধারণ সম্পাদক করার প্রস্তাব নিয়ে দলের অন্দরে প্রস্তুতি চালাচ্ছিলেন মূলত বাংলার নেতারাই। তার জন্য কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশের সমর্থন লাগতো। এক ঝটকায় সে প্রস্তুতি জলে চলে গেল! সিপিএম সূত্রের ইঙ্গিত, আপাতত পলিটব্যুরোর অনুমোদন নিয়ে প্রকাশ বা বৃন্দা কারাটের মতো কেউ পার্টি কংগ্রেসের আগে কয়েক মাসের জন্য দলের কাজ চালাবেন। প্রসঙ্গত, এর আগে দায়িত্বে থাকাকালীন সিপিএমের কোনও সাধারণ সম্পাদক প্রয়াত হননি।
অন্তর্বর্তী ব্যবস্থার পরে কী হবে? দলের নানা মহলে জল্পনা রয়েছে, কেরলের প্রাক্তন মন্ত্রী মরিয়ম আলেকজ়ান্ডার বেবি দায়িত্ব পেতে পারেন পরবর্তী সাধারণ সম্পাদকের। আবার সংসদ এবং দিল্লির রাজনৈতিক ক্ষেত্রে কাজ করে আসা সেলিমকেও সর্বভারতীয় দায়িত্বে তুলে আনা হতে পারে। তখন এক দফার পরেই তাঁকে রাজ্য সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিতে হবে, বাংলায় নতুন নেতাকে ভার দিতে হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, ‘‘কোনও সূত্রই বর্তমান পরিস্থিতিতে খুব সন্তোষজনক নয়। সীতারামের চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়!’’
কেন্দ্রীয় কমিটি, ভিন্ রাজ্যের দলীয় নেতৃত্বের আপত্তি ঠেকিয়ে বাংলায় সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সমঝোতার ‘লাইন’ বার করে নিয়ে এসেছিলেন সীতারাম। রাজ্যে ২০১৬ সালের সেই বিধানসভা নির্বাচনে তাঁর লড়াইয়ে সঙ্গী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দু’বছর পরে হায়দরাবাদ পার্টি কংগ্রেসে সেই ‘লাইন’ সিলমোহর পেয়েছিল। ঘটনাচক্রে, মাসখানেকের ব্যবধানে সিপিএম হারাল বুদ্ধদেব ও সীতারামকে!