← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার সকাল হওয়ার আগে থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরেই এই বৃষ্টি হচ্ছে। শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কতা।
উওরবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে।