মধ্যযুগীয় বর্বরতা! রীতিমত স্ট্যাম্প পেপারে চুক্তি করে মধ্যপ্রদেশের গ্রামে বিক্রি হন মহিলারা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি : নারী সুরক্ষা ও নারীদের নিরাপত্তা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন মধ্যপ্রদেশের গ্রামে বাজারে ‘বিক্রি’ হন মহিলারা! দাম শুরু ১৫ হাজার থেকে। সর্বোচ্চ দাম ছাড়িয়ে যায় প্রায় লক্ষাধিক টাকা। না, কোনও ‘জিনিস’ নয়। এই দাম নারীর। মধ্যপ্রদেশের শিবপুরী গ্রামের বাজারে তাঁরাই ‘পণ্য’। পুরুষরা এসে তাঁদের ‘বউ’ হিসেবে কিনে বা ভাড়া করে নিয়ে যান বাড়িতে। দিনের পর দিন এমনই মধ্যযুগীয় বর্বর রীতি রমরমিয়ে চলছে সেখানে। নাম ‘ধাদিচা’।
‘ধাদিচা’ প্রথার নাম সামনে আসতেই সমালোচনার ঝড় বইছে। নারীদের ক্ষমতায়নের এই আধুনিক যুগে কীভাবে মহিলাদের পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে শিবপুরী গ্রামে। একাধিকবার এই নিয়ে বিতর্ক দেখা দিলেও ‘ধাদিচা’ প্রথা বন্ধ হয়নি। পুলিস তথা প্রশাসনও এ বিষয়ে উদাসীন। স্থানীয়রা বলছেন, সাধারণত গরীব পরিবারগুলি তাঁদের বাড়ির মেয়েদের এই বাজারে বিক্রি করতে আসে। মহিলাদের ভাড়া পাওয়া যায় বা কেনা যায়। মহিলাদের মুখের দিকে তাকিয়ে তাঁর ‘দাম’ ঠিক হয়। আবার কুমারী নারীদের ‘দাম’ বেশি। একজন নারীকে কয়েক মাস বা কয়েক বছরের জন্য ভাড়া নেওয়া যায়। দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। থাকে ১০ টাকার স্ট্যাম্প পেপারও।