আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, কী আছে সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রকাশ্যে বলতে না চাইলেও সিবিআইয়ের ইঙ্গিত, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কী কী ভুল করেছিলেন এবং সেগুলি লালবাজারের তৈরি করা সিটের নজর কীভাবে এড়িয়ে গিয়েছিল, তা রিপোর্টে থাকতে পারে। এই ষড়যন্ত্রে কারা কারা জড়িত, সেও সংক্রান্ত তথ্যও সুপ্রিম কোর্টের কাছে জমা পড়তে পারে বলে জানা গেছে।
সিবিআইয়ের জেরায় টালা থানার ওসি অবশ্য প্রথম থেকেই সহযোগিতা করছেন বলে খবর।
আজ, মঙ্গলবার আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সারা দেশ শীর্ষ আদালতের শুনানির দিকে তাকিয়ে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে।
শুনানিতে সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে কী রিপোর্ট জমা দেয় তা নিয়ে কৌতূহল রয়েছে। সিবিআই সূত্রে খবর, আজ সিবিআই বন্ধ খামে রিপোর্ট জমা দেবে। মৃতদেহ ময়নাতদন্তের ‘চালান’ আজ আদালতে জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদেরও আদালতে ‘চালান’ জমা দেওয়ার কথা।
আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার ছাড়াও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তুষার মেহতা জানিয়েছিলেন, দ্বিতীয়বার ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা দিল্লির এইমসে পাঠানো হবে। ওই নমুনা পরীক্ষার রিপোর্ট এল কি-না তা নিয়েও অবস্থান জানাতে পারে সিবিআই।
জুনিয়র ডাক্তারদের ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে বলেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশ ছিল, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ দিলে রাজ্য ওই চিকিৎসকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। রাজ্যও শীর্ষ আদালতে আশ্বাস দেয়, তাঁরা কাজে যোগ দিলে কোনও পদক্ষেপ করা হবে না, এমনকি বদলির মতো সিদ্ধান্তও নেওয়া হবে না। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে কাজে ফেরেননি জুনিয়র ডাক্তাররা। আজ সুপ্রিম কোর্টে ডাক্তারদের কর্মবিরতির বিষয়টি উঠতে পারে।