দেশ বিভাগে ফিরে যান

জম্মু ও কাশ্মীরে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শান্তি ফেরাতে ভোট দিলেন বাসিন্দারা

September 19, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: দা ইকোনোমিক টাইমস

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এক দশক পর কাশ্মীরে বিধানসভা ভোটগ্রহণ হল। জম্মু-কাশ্মীরের তরুণ প্রজন্ম ও প্রথমবারের ভোটাররা শান্তি ও স্থিতিশীলতা ফেরার প্রত্যাশা নিয়েই বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন। বুথে বুথে তাঁদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তরুণ প্রজন্ম চাইছেন, নতুন সরকার জম্মু ও কাশ্মীরে পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শান্তি ফেরাতে কাজ করুক। প্রগতি, শান্তি ও যুব সম্প্রদায়ের জন্য আরও সুযোগ বাড়ুক। প্রথম ভোটাদের বক্তব্য, এমন কোনও নেতা চাই যিনি শুধু কথা নয়, বরং কাজও করবেন। ভূ-স্বর্গে ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বয়সসীমার প্রায় ৪৬ হাজার জনের ভোট দেওয়া কথা ছিল। যার মধ্যে ২৪ হাজারের বেশি তরুণী। কমিশনের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে এবার যুব সম্প্রদায়ের ভোটারের সংখ্যা ২৫ লক্ষের বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#polls, #Voting, #JAMMU AND KASHMIR

আরো দেখুন