৩৭৫ বছরে পড়ল ইংলিশবাজারের আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইংলিশবাজারের আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজো বাংলার অন্যতম প্রাচীন দুর্গাপুজো। ৩৭৫ বছর ধরে এই পুজো চলে আসছে। প্রাচীন রীতি মেনে মাতৃ আরাধনা করে আসছে আদি কংসবণিক পরিবার।
জনশ্রুতি রয়েছে, মহানন্দা নদীর নিমতলি ঘাটে একদিন একটি পাথর চক্র ভেসে আসে। এক বৃদ্ধা সেই পাথর চক্রটি দেখতে পান। তিনি সেই পাথর চক্র উদ্ধার করেন। মহানন্দার তীরেই তিনি পাথরটিকে দেবী চণ্ডী রূপে পুজো শুরু করেন। একবার প্রবল বন্যা হয়। বৃদ্ধা পাথর চক্রটিকে মহানন্দার পাড় থেকে সরিয়ে টিয়াকাটি গারা নামে এক পুকুর পাড়ে রাখেন। সেখানে পুজো শুরু করেন। বৃদ্ধার মৃত্যুর বহু বছর পর তৎকালীন জমিদার গিরিজাকান্তবাবু স্বপ্নাদেশ পান। ঘুম থেকে উঠে তিনি পাথর চক্রটিকে পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসে বাড়িতে স্থাপন করেন। তারপর থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা।
নিঃসন্তান গিরিজাকান্ত পুজোর দায়িত্বভার দেন আদি কংসবণিকদের পূর্ব পুরুষদের। সেই সময় পাথর চক্রটিও স্থাপিত হয় তাঁদের মন্দিরে। ১২৭৫ বঙ্গাব্দে আদি কংসবণিক দুর্গাবাড়ী মন্দির নির্মিত হয়। মন্দিরের পূর্বদিকে মা দুর্গার বেদি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে মন্দিরের নামেই এলাকার নামকরণ হয়েছে ‘দুর্গাবাড়ি মোড়’।