খেলা বিভাগে ফিরে যান

বুমরাহ ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ, দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়া এগিয়ে ৩০৮ রানে

September 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চেন্নাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৪৯ রানে। ৪৭ ওভারেই টাইগাররা প্যাভেলিয়নে ফিরলেন।

সর্বোচ্চ স্কোর করেন সাকিব আল হাসান, ৩২। বুমরাহ ৪ উইকেটের পাশাপাশি দুটো করে উইকেট নেন আকাশ দীপ, সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। ২২৭ রানের লিড থাকায় ভারতের সামনে সুযোগ ছিল ফলো অন করানোর। তবে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। দ্বিতীয় দিন শেষ ভারত তিন উইকেট খুইয়ে ৩০৮ রানে এগিয়ে আছে। ক্রিজে অপরাজিত রয়েছে শুভমন ও পন্থ, তাঁদের স্কোর যথাক্রমে ৩৩ এবং ১২। রোহিতকে ব্যক্তিগত ৫ রানের মাথায় ফেরান তাসকিন আহমেদ। ১৭ রানে মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন কিং কোহলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Test Cricket, #Ind vs Ban, #2nd day, #Team India

আরো দেখুন