তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় অভিযুক্তকে শোনানো হলো ফাঁসির সাজা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরলের মধ্যে বিরলতম অপরাধ – ২০২৩-র ২৬ মার্চ তিলজলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় তাই অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালেন আলিপুর আদালতের বিচারক। আলিপুরের বিশেষ POCSO আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য। সাজা শোনানোর সময় বিচারপতি বলেন যে অপরাধটি বিরলের মধ্যে বিরলতম, শাস্তির সঙ্গে অমানবিক অত্যাচার চালানো হয়েছিল।
২০২৩ সালের ২৬ মার্চ তিলজলায় বন্ডেল গেট সংলগ্ন এলাকায় সাত বছরের একটি শিশু কর্পোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা এবং তিলজলা থানার পুলিশ মিলে তদন্ত শুরু করে। পুলিশ একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে এলাকার প্রত্যেকটি বাড়িতে তল্লাশি শুরু করার ফলে শিশুটির বস্তাবন্দি দেহ এক প্রতিবেশির ঘরে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে উদ্ধার হয়।
পুলিশ ওই প্রতিবেশিকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে অপহরণ, যৌন নিগ্রহ, ধর্ষণের মতো মামলা দায়ের করে। বুধবার আলিপুরের POCSO আদালতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হলে বৃহস্পতিবার তাকে ফাঁসির সাজা শোনানো হলো।