চাল-ডাল-তেল-ফল-আনাজে হাত দিলেই ছ্যাঁকা, কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার আগুন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাল-ডাল-তেল-ফল-আনাজ…সবকিছুর আগুন দাম। কোনওটাতেই হাত ছোঁয়ানো যাচ্ছে না! আম জনতার কেবল একটাই কথা, দু-একটি জিনিস কিনতেই সব টাকা শেষ! অনেকেই বলছেন, নাড়ু আর ফল ছাড়া কিছু কিনতে পারলাম না। মন খুব খারাপ হয়ে গেল। ৫০ টাকার ফল ১৫০ টাকা হয়েছে। কুড়ি টাকার আনাজ ৬০ ছুঁই ছুঁই। নারকেলের দাম শুনে চমকে উঠছে বাঙালিরা!
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পাচ্ছে না নিম্নবিত্ত। মধ্যবিত্তরা শখের খাবারদাবার থেকে হাত গুটিয়েছে। মূল্যবৃদ্ধির আঁচ পড়েছে মা লক্ষ্মীর আরাধনাতেও। ধনদেবীকে মনপ্রাণ ভরে খাওয়াতে পর্যন্ত পারছেন না অনেকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “মূল্যবৃদ্ধিতে রাশ টানা সম্ভব হচ্ছে না।”
বাগবাজার থেকে বাঘাযতীন, মানিকতলা থেকে গড়িয়া; সর্বত্র সবকিছুর দাম মাত্রাতিরিক্ত। মঙ্গলবার লক্ষ্মীপুজোর জন্য অধিকাংশ মানুষ বিস্তর দরদাম করে দু-একটি মাত্র সব্জি বা ফল কিনছেন। খই, কদমা, গুড়, নারকেল নাড়ুও নিলেন কম পরিমাণে। মা লক্ষ্মীর কাছে এখন একটাই প্রার্থনা, দাম কমিয়ে দাও ঠাকুর।