রাজ্য বিভাগে ফিরে যান

আদি, অকৃত্রিম বাংলা মুখের লক্ষ্মীরই চাহিদা কুমোরটুলিতে

October 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গা চলে গিয়েছে। মন ভার সকলের। তবে আজ সন্ধ্যায় আকাশে রুপোর থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। তারপর লক্ষ্মী আসবে ঘরে। শুরু পুজো। এবছরও কলকাতায় আদি, অকৃত্রিম সেই বাংলা মুখের লক্ষ্মীরই চাহিদা।

সাধারণত গোল কিংবা লম্বাটে মুখ-টানা চোখের লক্ষ্মী প্রতিমা বিক্রি হয় বাংলার কুমোরটুলিগুলিতে। কোনওবার গোল মুখের কোনওবার লম্বা মুখের-টানা চোখের প্রতিমার চাহিদা বৃদ্ধি পায়। এবার টানা চোখের প্রতিমা বিক্রি হচ্ছে বেশি। কুমোরটুলির মৃৎশিল্পী সূত্রে জানা গিয়েছে, এবছর প্রায় ২২ হাজার মূর্তি তৈরি হয়েছে। তার অধিকাংশ টানা চোখের। প্রায় সব বিক্রি হয়ে গিয়েছে। বাকি যা রয়েছে তা আজ এবং আগামী কালের মধ্যে বিক্রি হয়ে যাবে। আজ ও কাল পুজো-ঘরে ঘরে গান বাজছে-‘এস মা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘরে থাক আলো করে।’

মঙ্গলবার শিল্পীদের ঘরে ব্যস্ততা চরমে। শিল্পীদের ঘর থেকে নিজের পছন্দমাফিক প্রতিমা কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা। দুপুর নাগাদ বনমালি সরকার স্ট্রিটে এক শিল্পীর ঘর থেকে ২ হাজার ৬৫০ টাকা দিয়ে মূর্তি কিনলেন নিউ বারাকপুরের পাল দম্পতি। স্ত্রী রিয়া পাল বললেন, ‘টানা চোখের বাংলা ধাঁচের প্রতিমার মধ্যে আমরা প্রাণ খুঁজে পাই। এ মুখ বড্ড মায়াভরা।’ রবীন্দ্র সরণির এক দোকান থেকে দক্ষিণেশ্বরের বাসিন্দা শুভঙ্কর হাজরাও কিনলেন একই ধাঁচের প্রতিমা। দুপুরে পটুয়াপাড়ায় ঘুরে দেখা গিয়েছে মূর্তির পাশাপাশি লক্ষ্মীর সরাও বিক্রি হচ্ছে। কোনওটায় পটের ধাঁচে আঁকা লক্ষ্মী। কোনওটায় ধানের শিস। কোনওটায় ধানের গোলার মাথায় বসা পেঁচার ছবি। সেগুলি ৩০০ থেকে ৫০০ টাকা দাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kumartuli, #Lakshmi Pujo, #Lakshmi Puja 2024

আরো দেখুন