রাজ্য বিভাগে ফিরে যান

হাসপাতালের নিরাপত্তা নিয়ে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের কাছে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

October 18, 2024 | < 1 min read

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জরুরি বৈঠক সারলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে বিকেলে ডেকে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর বাসভবনে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে বৈঠক।

অচলাবস্থা কাটাতেই এমন বৈঠক বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হাসপাতালের নিরাপত্তা নিয়ে যে কাজ হয়েছে তা জানতে মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কারণ ৩১ অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাওয়ার কথা। তেমনই কথা দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টে। আর এই বৈঠকের পরই আগামীকাল শুক্রবার রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিকে নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে আছে বিশেষ অডিট কমিটি। ওই কমিটির পক্ষ থেকেও প্রতিটি জেলার জেল শাসক ও পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবর তারিখের মধ্যে বিস্তারিত রিপোর্ট রাজ্যের কাছে পাঠাতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Meeting, #Kalighat, #Chief Secretary Of West Bengal, #Health secretary, #Mamata Banerjee

আরো দেখুন