চিন্নাস্বামীতে সহজ জয়, প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল কিউইরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ব্যর্থ হল সরফরাজ, ঋষভদের লড়াই। বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত হেরে গিয়েছিল প্রথম ইনিংসেই। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থ ও সরফরাজ খানের অদম্য লড়াইয়ে বদলে যেতে বসেছিল চিত্রনাট্য। ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখছিলেন, প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অল-আউট হওয়ার পরেও টেস্ট জেতা যায়। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ভারতের মিডিল অর্ডার। অনায়াসেই ম্যাচ জিতে নিলেন কিউইরা।
দ্বিতীয় ইনিংসে ভারতের শেষ ৭ উইকেট পড়ে ৬২ রানে। দ্বিতীয় ইনিংস ভারতের পুঁজি ছিল মাত্র ১০৬ রান। নিউজিল্যান্ড বেঙ্গালুরু টেস্ট জিতল ৮ উইকেটে। পঞ্চম দিনের দ্বিতীয় বলেই নিউজিল্যান্ড অধিনায়ক টম লেথামের উইকেট তুলে নেন বুমরাহ। নতুন বলে দুই ভারতীয় পেসার প্রথম কয়েকটি ওভারে আগুন ঝরালেন। ধৈর্য ধরে বাইশ গজে পড়ে থেকে নিউজিল্যান্ডকে জিতিয়ে দিলেন ইয়ং এবং রাচীন রবীন্দ্র। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।