জলে জ্বলবে দীপ, দীপাবলির বাজারে সুপারহিট ম্যাজিক প্রদীপ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলো জ্বললেও থাকবে না অগ্নিশিখা। দু-তিন ফোঁটা জল দিলেই জ্বলবে ম্যাজিক প্রদীপ। বিদ্যুৎ বা অন্য কোনও জ্বালানি লাগবে না। বাতাসে নিভবে না প্রদীপ। আমজনতা কিনছে দেদার। বারাসতের বাজারে এবার সুপারহিট ম্যাজিক প্রদীপ! বিক্রেতারা বলছেন জলের দরে নিয়ে যান জলের প্রদীপ। দেদারে বিকোচ্ছে এই প্রদীপ। দাম মাত্র ২০ টাকা।
প্রদীপে লাগছে না তেল বা মোম। কীভাবে জ্বলছে ম্যাজিক প্রদীপ? প্রদীপটি তৈরি ফাইভার দিয়ে। প্রদীপে রয়েছে একটি এলইডি আলো। প্রদীপের ভিতরের ছোট্ট একটি ব্যাটারি ও সার্কিট রাখা। প্রদীপের যে অংশে তেল থাকে, সেখানে দু’টি স্ক্রু দেওয়া। একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। জল দিলেই বিদ্যুৎ সংযোগ ঘটছে। প্রদীপে থাকা এলইডি আলোয় বিদ্যুৎ যাচ্ছে, আর তাতেই জ্বলে উঠছে ম্যাজিক প্রদীপ। জল ফেলে দিলে তা নিভে যায়। বিদ্যুৎ সংবহনের সাধারণ সূত্র মেনে তৈরি এই প্রদীপ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। কেনার পর আর খরচ নেই। তাই মানুষ কিনতেও আগ্রহ দেখাচ্ছে।
বিক্রেতারা বলছেন, প্রতিদিন ৩০০-র বেশি প্রদীপ বিক্রি হচ্ছে। কালীপুজোয় ঘরে ঘরে মাটির প্রদীপ প্রজ্জ্বলনের রীতি বহুকালের। সবকিছুই এখন ডিজিটাল হচ্ছে। প্রদীপেও এসেছে ডিজিটালাইজেশন। এই প্রদীপের খরচ কম। জল দিলেই জ্বলে প্রদীপ। ম্যাজিক প্রদীপ এবার সুপারহিট। কলকাতার বাজার থেকে কিনে এনে বিক্রি করছেন বিক্রেতারা। মানুষ কিনছে।