পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

কোথায় পূজিতা হন রামকৃষ্ণ পরমহংসদেবের দুই মাসি?

October 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলিধন্য জয়মিত্র কালীবাড়ি ও প্রামাণিক কালীবাড়ি রয়েছে বরাহনগরে। আজও প্রাচীন রীতিনীতি মেনে পুজো হয় দুই বাড়ির মন্দিরে। জানা গিয়েছে, বরাহনগরের কুঠিঘাটের জমিদার জয়মিত্র কালীবাড়ির ও প্রামাণিক ঘাট রোডের মন্দিরের দুই মা কালীকে মাসি বলে ডাকতেন রামকৃষ্ণ। পরমহংসদেবের পদধূলিধন্য দুই মন্দিরের পুজো দেখতে দূরদূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা।

জানা গিয়েছে, ১২৫৭ সালের চৈত্র সংক্রান্তির দিন কুঠিঘাটের জেলেপাড়ায় গঙ্গার ধারে মন্দির প্রতিষ্ঠা করেন জয়নারায়ণ মিত্র। মায়ের নাম কৃপাময়ী কালী মা। মন্দিরের স্থাপত্যরীতি নবরত্ন। একেবারে শীর্ষে একটি চূড়া, তারপর ধাপে চারটি এবং নীচের ধাপে আরও চারটি। নয়টি চূড়াবিশিষ্ট বলে একে নবরত্ন মন্দির বলা হয়। প্রামাণিক কালীবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল ১২৫৯ বঙ্গাব্দে। এখানকার কালীমূর্তির নাম মা ব্রহ্মময়ী। মন্দির বাংলার আটচালা পদ্বতি অনুকরণে নির্মিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Baranagar, #Ramakrishna Paramahamsa

আরো দেখুন