উৎসবের মরশুমে দেদার গাড়ি কিনল বাঙালি, কী বলছে পরিসংখ্যান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর মাসে দেদার বাইক এবং চার চাকার গাড়ি কিনেছে বাঙালি। পুজোয় নতুন জামা, জুতোর মতো নতুন গাড়ি কিনছে বাঙালি। সহজ কিস্তিতেই বাইক বা চারচাকা ঘরে চলে আসে, তাহলে অসুবিধা কোথায়?
পরিবহণ দপ্তরের হিসেব বলছে, অক্টোবরে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর মাসে রাজ্যে নতুন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে, ১ লক্ষ ১৩ হাজার ৭৯টি। গতবছরের তুলনায় যা প্রায় দেড়গুণ। ২০২৩ সালে পুজোর মাসেই গাড়ি বিকিয়েছিল ৮১,২১২টি। ২০২২ সালে ৫৯,৮৪১টি। দুবছরে গাড়ি বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। পুজোর সময় প্রতিবছর আরটিও অফিস বন্ধ থাকত। তবে এবার নতুন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য সমস্ত আরটিও-দের ওয়ার্ক ফর্ম হোম চালু রেখেছিল। পুজোর দিনগুলোতেও রেজিস্ট্রেশন হয়েছে দুচাকা চার-চাকার।
পরিবহণ দপ্তরের তথ্য বলছে, দিওয়ালির সময় ২৯ থেকে ৩১ অক্টোবর তিনদিনে সবথেকে বেশি গাড়ি বিকিয়েছে। সংখ্যাটা প্রায় ২১ হাজার। জানা গিয়েছে, তিনদিনে বাইক বিক্রি হয়েছে, ১৭,৮৪৭টি। চার চাকার গাড়ি বিক্রি হয়েছে ২১০১টি। পুরনো গাড়িও হাতবদল হয়েছে কয়েক হাজার। পুজোর সময় মানুষের গাড়ি কেনার আগ্রহও বাড়ছে। এককালীন কিছু টাকা দিয়ে, বাকিটা কিস্তিতে মেটাচ্ছেন মানুষ। নতুন প্রজন্মের যারা বেশিরভাগই কর্পোরেটে চাকরি করেন। নিজেরাই গাড়ি চালাতেও পারেন। তাঁরাই গাড়ি কিনছেন বেশি।