নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২১ কোটি টাকায় রিটেইন করে রেখেছে তাঁকে বেঙ্গালুরু। প্রিয় দলে থাকতে আপ্লুত বিরাট কোহলি।
এক ভিডিও বার্তায় বিরাট কোহলি জানান, ‘আরসিবি-তে ২০ বছর পূর্ণ করাই লক্ষ্য, IPL- এ RCB ছাড়া অন্য টিমের হয়ে খেলার কথা ভাবতে পারি না। এবার মেগা নিলামে শক্তিশালী দল গড়ার ব্যাপারে আশাবাদী। এই ফ্র্যাঞ্চাইজিকে খেতাব জেতানোই প্রধান লক্ষ্য।’