বাজি ও সাউন্ড বক্স ছাড়াই জগদ্ধাত্রী পুজো চন্দননগরে
November 5, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির বাজি ও ডিজে বিরোধী মঞ্চ চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে দূষণমুক্ত করার জন্য প্রচার শুরু করেছে। মঞ্চের কর্তারা জানিয়েছেন, সমস্ত পুজো কমিটির কাছে বাজি ও সাউন্ড বক্স বন্ধ রাখার আবেদন করা হবে। কেন্দ্রীয় পুজো কমিটির কাছেও ওই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। সার্বিকভাবে ‘সবুজ’ পুজো হোক, সেই মর্মেই আবেদন করা হবে। মঞ্চের অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, কালীপুজোয় শব্দবাজি এবং ডিজের তাণ্ডবে আমরা উদ্বিগ্ন। জগদ্ধাত্রী পুজোয় শব্দবাজি এবং সাউন্ড বক্স বন্ধ রাখার জন্য আমরা আবেদন করছি।