পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

অশোকনগরের জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ পুলিশের

November 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগদ্ধাত্রী পুজোর জৌলুসে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর। একাধিক বড় বাজেটের পুজো, থিমের প্যান্ডেল, নজরকাড়া প্রতিমা এবং চোখ ধাঁধানো আলো থাকে। অশোকনগরে ৯-১৪ নভেম্বর পর্যন্ত উৎসব চলবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বুধবার পুজোর নিরাপত্তা নিয়ে বৈঠক করে পুলিশ-প্রশাসন। মহিলা সুরক্ষা-সহ অন্যান্য বিষয় নিয়ে পুরসভা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ কাউন্সিলররা ছিলেন বৈঠকে। পুজোর গাইড ম্যাপও প্রকাশ করে পুলিশ।

অশোকনগরের হরিপুর মোড় থেকে দেবীনগর বাইপাস পর্যন্ত অধিকাংশ বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলিতে লক্ষ লক্ষ দর্শনার্থী সমাগম হয়। রাতভর চলে ঠাকুর দেখা। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানান, মহিলা নিরাপত্তার বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। পুলিশের উইনার্স টিম, পিঙ্ক মোবাইল ভ্যান সক্রিয় থাকবে। বিধায়ক বলেন, মানুষের ভিড় উপচে পড়বে, তাই তাঁরা আগেভাগে ব্যবস্থা নিচ্ছেন। কিছু কিছু জায়গায় থাকা বেহাল রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagaddhatri Puja, #Guide map, #Ashok Nagar Police

আরো দেখুন