রাজ্য বিভাগে ফিরে যান

চন্দননগর নয়, এখানকার জগদ্ধাত্রী প্রতিমার সোনার গয়নার ওজন ২০ কেজি! মণ্ডপে মোতায়েন বিশাল নিরাপত্তা

November 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেদিনীপুর শহরের ক্ষুদিরাম নগর এলাকার আবির্ভাব পুজো কমিটির জগদ্ধাত্রী পুজোর বয়স ১৫ বছর। এই জগদ্ধাত্রী পুজো রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, কারণ প্রতিমার গায়ে প্রায় ২০ কেজির সোনার গয়না, পাশাপাশি নিরাপত্তার জন্য মণ্ডপে মোতায়েন করা হয়েছে বিশাল সিকিউরিটি।

থিমের লড়াই করতে গিয়ে এই বিশাল জগদ্ধাত্রী প্রতিমাকে সোনার গহনা দিয়ে ঢেকে দিয়েছেন আয়োজকরা। কুড়ি কেজির বেশি সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন এখানকার পুজো কমিটির উদ্যোক্তারা। স্বাবাভিকভাবেই,এবারের পুজো যেন অন্য়বারের পুজোকে ছাপিয়ে গিয়েছে।

কলকাতার নামী সোনার ব্যবসায়ী সংস্থার সঙ্গে যোগাযোগ করে একাধিক নিয়ম ও শর্ত মেনে সেখান থেকে কুড়ি কেজির বেশি সোনার গয়না এনে সাজানোর হয়েছে।

প্রশাসনের কাছে বিশেষ অনুরোধের করে মণ্ডপ ও প্রতিমার নিরাপত্তার জন্য বিশেষ আয়োজন করেছেন উদ্যোক্তারা। মণ্ডপের ভেতরে প্রবেশের আগেই বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন করা হয়েছে। তাঁরা সবসময়ে কঠোর নজরদারি চালাচ্ছেন।

মন্ডপে প্রবেশ করলেই সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি রয়েছে বেসরকারি নিরাপত্তা বাহিনীও। এক একবারে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে মণ্ডপে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jagaddhatri pujo, #Khudiram Nagar, #West Bengal, #Medinipur, #Jagaddhatri Puja

আরো দেখুন