দেশ বিভাগে ফিরে যান

ফের অশান্ত মণিপুর, স্বামীর সামনেই এক মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে খুন, আগুন একাধিক বাড়িতে

November 9, 2024 | < 1 min read

ছবি সৌজন্যে: সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের অশান্ত মণিপুর। বৃহস্পতিবার রাতে ৬টি বাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। পার্বত্য রাজ্যের জিরিবাম জেলার গ্রামে হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কুকি-জো সংগঠন। কিন্তু, পুলিশ মৃত্যুর বিষয়ে নিশ্চয়তা দেয়নি। অভিযোগ, সশস্ত্র জঙ্গিরা এই হামলা চালায়।

শুধু তাই নয়, স্বামীর সামনেই এক মহিলাকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে গ্রাম জুড়ে চলল লুটপাট, অত্যাচার এবং দুষ্কৃতীদের তাণ্ডব। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য শিলচরে পাঠানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার বয়স ৩১। তিনি তিন সন্তানের জননী। স্বামীর সামনেই তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। মহিলার স্বামী থানায় সেই মর্মে অভিযোগও দায়ের করেছেন। জাতপাত এবং ধর্মীয় হিংসার জেরে এই ধর্ষণ এবং খুন, অভিযোগে দাবি করেছেন মহিলার স্বামী। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শুক্রবার রাত পর্যন্ত কোনও হদিস পায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবাররাতে জিরিবাম জেলার জাইরোন হমার গ্রামে। জঙ্গিরা গ্রামে ঢুকে অন্তত ৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে খবর মিলেছে যে, অতর্কিত হামলায় গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যান। তাঁরা গিয়ে পাশ্বর্বর্তী জঙ্গলে আশ্রয় নেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

গতবছর মে মাস থেকে জাতিদাঙ্গায় বিপর্যস্ত মণিপুর। অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন হামলা ও প্রতি হামলায়। ২০২৩ সালের ৩ মে আদিবাসী সংহতি মিছিলের পর থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে মণিপুর। নাগা ও কুকি-মেইতেই দাঙ্গায় একের পর এক জেলায় হিংসা ছড়িয়ে পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Burnt to death, #Rape, #Manipur, #Violence, #Manipur violence

আরো দেখুন