পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বোল্লাকালীর মতো মির্জাপুরেও ১৪ হাতের কালীপুজোকে কেন্দ্র করে জোর তৎপরতা

November 13, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালিয়াগঞ্জ ব্লকের মির্জাপুর গ্রামে জোরকদমে চলছে ১৪ হাত কালী প্রতিমা গড়ার প্রস্তুতি। এবছর ১৫ তম বছরে পা দিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার এই পুজো। বোল্লাকালীর পুজোর দিন ঘটা করে পুজো হবে এই গ্রামে। গ্রামবাসীদের মতে, যেহেতু বোল্লাকালীর পুজো দিতে সবার যাওয়া সম্ভব হয় না তাই তাঁরা সমবেত হয়ে ১৪ হাত কালী পুজোর সূচনা করে।

মির্জাপুরের পুজো কমিটির তরফ থেকে জানা যায়, প্রতিবছর মহাসমারোহে মাতৃআরাধনা করা হয়। বোল্লাকালীর পুজোর দিন এই গ্রামেও সারারাত পুজো হয়। এবারের ২২ নভেম্বর সেই কালীপুজো হবে। পুজো উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা বসে। সেখানে বাউল গান, ঝুমুর নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও বসে। রীতি অনুযায়ী, ১৪ হাত কালী পুজোর পর সেই বেদিতেই বছরভর মায়ের পুজো হয়। গ্রামে কোনও অনুষ্ঠানের আগে মায়ের কাছে প্রথমে পুজো দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা চাঁদা তুলে পুজোর আয়োজন করেন। যদিও টাকার অভাবে এখনও স্থায়ী মন্দির গড়া সম্ভব হয়নি। এই পুজোয় শামিল হন অনন্তপুর, মির্জাপুর, গৌড়িপুর, শঙ্করপুর এলাকার বাসিন্দারা। পুজোর দিনে ১৪ হাত কালী প্রতিমাকে অলঙ্কারে সজ্জিত করা হয়। সারা রাত পুজোর পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mirzapur, #kali puja, #Kali Puja 2024

আরো দেখুন