বন্ধ হতে পারে শুভেন্দু-সহ বঙ্গ BJP-র নেতাদের ঘনঘন দিল্লিযাত্রা? জানুন কারণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৫০ লক্ষ সদস্য না-হলে দিল্লিতে আসবেন না, বঙ্গ বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। জানা যাচ্ছে, বহু কাঠখড় পুড়িয়ে ১৩ দিনে দশ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে। ১০ নভেম্বর রাজ্যজুড়ে মেগা সদস্য সংগ্রহ অভিযানে ৭৪ হাজার সদস্য এক দিনে হয়েছে। এক কোটি সদস্য সংগ্রহ কীভাবে হবে, আদৌ হবে কিনা তা নিয়ে চিন্তায় বঙ্গ বিজেপির নেতারা। আবারও মেগা অভিযান করতে চাইছে বিজেপি, চলতি মাসের ১৭ বা ২০ তারিখ তা করা হতে পারে।
নভেম্বর মাসের মধ্যে লক্ষ্যপূরণ না-হলে প্রয়োজনে আরও কয়েক দফা অভিযান চালিয়ে এক কোটির লক্ষ্য তাঁরা টপকে যাবেন বলে ভাবছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্যে নেতৃত্বের আশ্বাসবাণীতে চিড়ে ভেজেনি দিল্লির। বনসাল ক্ষুব্দ, তা তিনি বুঝিয়ে দিয়েছেন। রাজ্যে সদস্য সংগ্রহ দেখে বেজায় চটেছেন কেন্দ্রীয় নেতারা। ১৩ দিন কেটে যাওয়ার পর কেন মাত্র ১০ লক্ষ সদস্য সংগ্রহ করা হয়েছে, তার জবাব চাওয়া হয়েছে।
এ মাসের বাকি ষোলো দিনে কী করে এক কোটি সদস্য করা যায়, তা নিয়ে দিল্লি থেকে জরুরি ভিত্তিতে বৈঠক করতে এসেছেন ঋতুরাজ সিং। গোটা দেশের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় সম্পাদক ঋতুরাজ। বাংলায় সদস্য সংখ্যা নিয়ে খুশি হতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। এখনও অবধি বিভিন্ন জেলায় সতেরো, আঠারো হাজার মতো সদস্য সংগ্রহ হয়েছে। চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব।