পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বৈরাঠায় ঐতিহ্যবাহী বুড়িকালী মায়ের পুজোকে ঘিরে শুরু হল মেলা

November 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার হরিরামপুর ব্লকের বৈরাঠায় ঐতিহ্যবাহী বুড়িকালী মায়ের পুজোকে ঘিরে মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে তিনদিন। রাজবংশী সম্প্রদায় বহুকাল ধরে এই পুজো করে আসছেন। ঐতিহ্যবাহী বুড়িকালীর কোনও বিগ্রহ নেই। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মনসামঙ্গলের প্রেক্ষাপট। কথিত আছে, চাঁদ সদাগর এই পথ ধরেই বাণিজ্যে গিয়েছিলেন। তখন মা বুড়ি চণ্ডী রূপে চাঁদ সওদাগরকে সাহায্য করেছিলেন। কাঠের তৈরি মুখোশে চণ্ডীরূপে পূজিতা হন বুড়িকালী।

এই মুখোশ রাজবংশী সংস্কৃতির অঙ্গ। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বুড়িকালী-সহ বিভিন্ন দেবদেবীর কাঠের তৈরি মুখোশ নিয়ে চলে মুখোশ নাচ। রীতি মেনে বুড়িকালীর পুজো হয়। তিনদিন ধরে চণ্ডীমঙ্গল গানের আসর বসে। দূরদূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে ভিড় করেন। দিনরাত চলে বুড়িকালীর আরাধনা। মানত পূরণ হলে ভক্তরা সোনা ও রুপোর অলঙ্কার পরান মাকে। ঐতিহ্যবাহী এই মেলায় হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষ মিলিত হন। নানান দোকান থেকে নাগরদোলা, মনোরঞ্জনের যাবতীয় দোকান বসেছে মেলায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পুজো হয় মন্দিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kali Puja 2024, #Burikali Maa, #Bairatha, #kali puja

আরো দেখুন