উত্তরে হাওয়ার পালে নিম্নমুখী পারদ, আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়া প্রবেশে ধীরে ধীরে নামছে পারদ। সেই সঙ্গে শীতের ব্যাটে বাউন্ডারি, ওভার বাউন্ডারির সম্ভাবনা জোরালো হচ্ছে। আগামী চার দিনে রাতের তাপমাত্রা ৩ -৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা। স্বাভাবিকের নীচে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আজ এবং আগামীকাল আবহাওয়ায় কিছুটা বদল আসবে বলে মনে করছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতায় ১৮-২৯ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী তিন দিনের মধ্যে সকালের সময় অগভীর থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সকাল ও রাতে সামান্য কুয়াশা ও ধোঁয়াশার সৃষ্টি হবে।
উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অঞ্চলে ঘন কুয়াশা দেখা যেতে পারে। সোমবার ১৭ তারিখ দার্জিলিং ও মঙ্গলবার ১৮ তারিখ দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।