অগণিত মানুষের পাশাপাশি নিরঞ্জনযাত্রায় পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিশালাকার কালী প্রতিমা দেখতে জেলা ও জেলার বাইরে থেকে বহু মানুষ সমবেত হয়েছিল। এমনকী বিহারের বাসিন্দারাও দেবীর নিরঞ্জন দেখতে এসেছিলেন। নিরঞ্জন উপলক্ষ্যে প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল। বুলবুলচণ্ডী বাজারের কালী পুজোর বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জন। যা দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। এবারেও তার অন্যথা হয়নি।