দেশ বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডে হেমন্তের Comeback, কোন অঙ্কে BJP জোট ধরাশায়ী পড়শী রাজ্যে?

November 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও ঝাড়খণ্ডের মসনদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। প্রাথমিক প্রবণতায় হাড্ডাহাড্ডি লড়াই চললেও, বেলা গড়াতে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে বিজেপি। এই প্রতিবেদন লেখা অবধি ঝাড়খণ্ডে জেএমএম-সহ ইন্ডিয়া ৫৭টি আসনে এগিয়ে। বিজেপির এনডিএ ২৩টি আসনে এগিয়ে। অন্যান্য একটিতে এগিয়ে। ক্ষমতা দখলে মরিয়া বিজেপির শেষ রক্ষা হল না।

বাংলাদেশি অনুপ্রবেশ, দুর্নীতি, পরিবারতন্ত্রের মতো একাধিক অস্ত্রে শান দিয়েছিল বিজেপি। কিন্তু ভোটবাক্সে কোনও কিছুই প্রভাব ফেলল না। বিজেপি হেমন্ত সোরেনের পুত্রবধূ সীতা সোরেন, হেমন্তের ছায়াসঙ্গী চম্পাই সোরেনকে দল ভাঙিয়ে নিয়ে এসেছিল। দলবদলুদের পক্ষে ভোট দেননি আম ঝাড়খণ্ডবাসী। বিজেপির দুই জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রামবিলাস), জেডিইউ এগিয়ে একটি করে আসনে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শরিকিদের আসন ছাড়াই বিজেপির বিপর্যয়ের অন্যতম কারণ। গেরুয়া দলের কোনও মুখ্যমন্ত্রীর মুখ ছিল না। মানুষ ধন্দে ছিলেন।

চলতি বছরের ৩১ জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন লাগাতার স্বামীর গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন। অন্য জেএমএম নেতানেত্রীরাও আক্রমণ চালিয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সহানুভূতি ভোট ‘ট্রাম্প কার্ড’ হয়ে দেখা দিল হেমন্তের জন্য। শেষপর্যন্ত হেমন্তেই বিশ্বাস করেছেন ভোটাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jharkhand, #JMM, #bjp

আরো দেখুন