বুমরাহ, সিরাজদের আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজিরা, ৪৬ রানের লিড নিল ভারত
November 23, 2024 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অজিদের ব্যাটিং বিপর্যয়, ১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া। ভারতীয় পেসারদের দাপটে দাঁড়াতে পারলেন না অজি ব্যাটাররা। ৪৬ রানের লিড পেল টিম ইন্ডিয়া। অধিনায়ক বুমরাহ একাই পেয়েছেন ৫ উইকেট। হর্ষিত রানা পেয়েছেন ৩ উইকেট। দুই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। হাতে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামবে ভারত।
প্রথম দিনের শেষে ৭ উইকেটে ৬৭ রান করে ধুঁকছিল অজিরা। এদিন প্রথম দিনের অপরাজিত ব্যাটার অ্যালেক্স কেরিকে দ্বিতীয় ওভারে ফেরান বুমরাহ। নাথান লিয়ন আউট হন ৫ রান করে। অন্যপ্রান্তে ব্যাট করে গিয়েছেন স্টার্ক। শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে স্টার্ক দলের রান একশো পার করালেন।