মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহাজুটি বনাম মহা বিকাশ আঘাড়ির লড়াইয়ের নিষ্পত্তি হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে এবার লড়াই মুখ্যমন্ত্রীর কুরসি নিয়ে। জাতীয় রাজনীতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে? দৌড়ে রয়েছেন দু’জন। দেবেন্দ্র ফডণবীস এবং একনাথ শিন্ডে।
আগামীকাল অর্থাৎ সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান। শিবসেনার শিন্ডে গোষ্ঠী সূত্রে খবর, সোমবারই এই অনুষ্ঠান হবে। কে কোন পদে বসছেন, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এপর্যন্ত হয়নি। মহারাষ্ট্রে একাই ১৩২টি আসন পেয়েছে বিজেপি। মহায়ুতি জোট পেয়েছে ২৩৫টি। এই পরিস্থিতিতে কে মুখ্যমন্ত্রী হবেন, সে নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বিজেপি ১০০ পার করায় মুখ্যমন্ত্রীর পদ তারাই দখলে রাখবে। তবে, সেক্ষেত্রে একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার শরিক হিসেবে কোন আসনে রাশ রাখবেন, সে বিষয়ে নিয়ে দ্বিমত রয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাতে বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দলের প্রথম সারির নেতাদের বৈঠকে মহরাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ফড়ণবিসের নাম নিয়েই আলোচনা হয়েছে। তাঁর সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এখন দেখার, শিন্ডে কি মুখ্যমন্ত্রীর দাবি ছাড়বেন না কি ফডণবীসেরা নতুন কোনও কৌশল ভাবছেন? বছর দুই আগে শিন্ডেকে সামনে রেখে শিবসেনায় বিদ্রোহ ঘোষণা করেছিলেন বেশ কয়েক জন বিধায়ক। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট ভেঙে বেরিয়ে আসেন শিন্ডে। হাত মেলান বিজেপির সঙ্গে। বদলায় সরকার। শুধু শিবসেনায় নয়, পরে ভাঙন ধরে এনসিপি-তেও। কাকা শরদ পওয়ারের সঙ্গ ছাড়েন ভাইপো অজিত। তিনিও উঠে পড়েন ফডণবীস ও শিন্ডের ‘নৌকা’য়। সেই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শিন্ডে। দুই উপমুখ্যমন্ত্রী ফডণবীস এবং অজিত।