রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনেও জোর ধাক্কা! মনোবল ধরে রাখতে আজ বৈঠক BJP-র পরিষদীয় দলের?

November 25, 2024 | < 1 min read

মনোবল ধরে রাখতে আজ বৈঠক BJP-র পরিষদীয় দলের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার বিজেপির পরিষদীয় দল বৈঠকে বসছে। দুপুর দু’টোয় বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। হাড়ায়োয় জামানত জব্দ হয়েছে পদ্ম প্রার্থীর। হারাতে হয়েছে মাদারিহাট। বিধানসভায় বিজেপির বিধায়কের সংখ্যা আরও কমছে। আসন্ন অধিবেশনে শাসকের বিরুদ্ধে ঝাঁঝ বজায় রাখতে মরিয়া বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠনের দুরাবস্থায় মনোবল হারাচ্ছেন বিজেপির বিধায়করা। সূত্রের খবর, পদ্ম ছাড়তে পারেন একাধিক বিধায়ক। তাই কি দলবদল রুখতেই বৈঠকে বসছে বিজেপি পরিষদীয় দল? অধিবেশনে রণকৌশল সাজানোর নামে ঐক্য দেখে নিতে চাইছে বিজেপি?

যৌন নির্যাতনের ঘটনা বৃদ্ধি-সহ নানা ইস্যুতে সুর চড়াতে চলেছে বিজেপি। অন্যদিকে, কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েই যাচ্ছে তৃণমূল নেতারা। তার পাল্টা দিতে মরিয়া বিজেপি। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনেও চাপ তৈরি করতে চায় বিজেপি। বিধায়কদের কী কী করতে হবে, কোন বিষয়ের উপর মুলতুবি প্রস্তাব আনতে হবে, কোন সময়ে প্রতিবাদ করতে হবে, যাবতীয় পরিকল্পনা করা হতে পারে আজকের বৈঠকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Meeting, #legislative meeting, #West Bengal

আরো দেখুন