রাজ্য বিভাগে ফিরে যান

জানুয়ারিতেই ১ কোটি ১৭ লক্ষ পড়ুয়াকে স্কুল ইউনিফর্ম দেবে রাজ্য

November 25, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জানুয়ারি মাসেই রাজ্যের ১ কোটি ১৭ লক্ষ পড়ুয়াকে এক সেট করে ইউনিফর্ম দেওয়া হবে। প্রতি বছর অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক পড়ুয়াকে বিনামূল্যে দু’সেট করে ইউনিফর্ম দেয় রাজ্য। তবে এতদিন পোশাকের প্রথম সেট পেতেই মার্চ-এপ্রিল পর্যন্ত লেগে যেত। তারপর শুরু হতো দ্বিতীয় সেট দেওয়ার কাজ। এবার এত দেরি হবে না।

বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের এক বৈঠকে ইউনিফর্ম তৈরির দ্বায়িত্বে থাকা দপ্তরগুলিকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে মূলত তিনটি দপ্তর। পোশাক তৈরির কাপড় সরবরাহের দায়িত্ব ক্ষুদ্র শিল্প দপ্তরের। পঞ্চায়েত দপ্তরের এসআরএলএম-এর আওতাধীন স্বনির্ভর গোষ্ঠী (আনন্দধারা) তৈরি করে ইউনিফর্ম, আর সেগুলি সুষ্ঠুভাবে বণ্টনের ব্যবস্থা করে স্কুলশিক্ষা দপ্তর।

সূত্রের খবর, নবান্নের ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, অর্থসচিব প্রভাত মিশ্র, শিক্ষাসচিব বিনোদ কুমার, ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডে। ভার্চুয়ালি যোগ দেন পঞ্চায়েত সচিব পি উলগানাথান। সেখানে স্কুল পড়ুয়াদের পোশাক তৈরি ও বিতরণ সংক্রান্ত একটি ‘প্রেজেন্টেশন’ দেখানো হয়। ২০২৪-এর পড়ুয়া সংখ্যার ভিত্তিতে ২০২৫-এ কত সেট পোশাক প্রয়োজন, সেই হিসেব করা হয়েছে।

শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর এই সংখ্যা সামান্য কমবেশি হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগে গুজরাত বা রাজস্থান থেকে এলেও বর্তমানে স্কুল ইউনিফর্মের জন্য প্রয়োজনীয় শুটিং-শার্টিংয়ের কাপড় তৈরি হয় পশ্চিমবঙ্গেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গৃহীত নীতি ও আর্থিক প্যাকেজের হাত ধরে ওই কাপড় তৈরির অত্যাধুনিক মেশিন রাজ্যে বসানো হয়েছে। সেই সুবাদে ইউনিফর্মের কাপড় সরবরাহের দায়িত্ব পালন করে আসছে ক্ষুদ্রশিল্প দপ্তর। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির অনুমোদিত মাপ এবং ডিজাইন অনুযায়ী সেই কাপড় কেটে সেলাই করে পঞ্চায়েত দপ্তরের ‘আনন্দধারা’ প্রকল্পের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর থেকে সেলাইয়ের জন্য কাপড় দেওয়ার কাজ শুরু করবে ক্ষুদ্র শিল্প দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #students, #State govts, #school uniforms

আরো দেখুন