দেশ বিভাগে ফিরে যান

হেমন্তের শপথগ্রহণে INDIA-র শক্তি প্রদর্শন, মধ্যামণি মমতা

November 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসছেন হেমন্ত সরেন। আগামী বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন খোদ হেমন্ত। শোনা যাচ্ছে, হেমন্তের আমন্ত্রণ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বদলে আম জনতার সামনে রাঁচির মোরাবাদি মাঠে শপথ নেবেন হেমন্ত। মমতা ছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদব শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারই কলকাতা থেকে রাঁচি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তিনি ফিরবেন বলে জানা গিয়েছে। জেএমএম সুপ্রিমো শিবু সরেনের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর দেখা হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। বিজেপিকে হারিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরে আসার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বদা পাশে পেয়েছেন বলেই জানিয়েছেন হেমন্ত। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বের। জেএমএম, ইন্ডিয়া ব্লকের সমস্ত মুখ্যমন্ত্রী তথা শীর্ষ নেতৃত্বকে হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। হেমন্ত ছাড়া মন্ত্রিসভার অন্য কোনও সদস্য শপথ নেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

আজ, মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সোমবার বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #JMM, #Oath Taking Ceremony, #Hemanta Soren, #Mamata Banerjee

আরো দেখুন