রাজ্য বিভাগে ফিরে যান

কোচবিহার থেকে কাঁথি, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখবে নবান্ন, তৈরি হচ্ছে স্পেশাল মনিটরিং সেল

November 28, 2024 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতির দিকে নজর রাখতে নয়া পদক্ষেপ করছে নবান্ন। নবান্নের পাশে ডিজি-র কন্ট্রোল রুমে বিশেষ মনিটরিং সেল তৈরি করা হচ্ছে। ওই ঘর থেকেই রাজ্যের যেকোনও জায়গার সিসিটিভি ফুটেজ দেখা যাবে। সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ওই বিশেষ কক্ষ খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

রাজ্যের কোনও জায়গায় কোনও দুর্ঘটনা ঘটলে বা কোনও গোলমাল হলে, তদন্তের স্বার্থে সেই এলাকার সিসি ক্যামেরার উপর ভরসা করে পুলিশ। জেলা পুলিশ নজরদারির দায়িত্বে থাকে। কোনও ঘটনার প্রেক্ষিতে জেলা পুলিশের থেকেও রাজ্য পুলিশ রিপোর্ট চায়, প্রমাণের স্বার্থে সিসিটিভি ফুটেজের উপর জোর দেওয়া হয়। এবার নবান্ন থেকে সরাসরি নজরদারি করার ব্যবস্থা করা হচ্ছে। এবার আরও শক্তিশালী করা হচ্ছে পুরো ব্যবস্থাকে। আইনশৃঙ্খলার দিকে নজর রেখে এটা একটা বড় উদ্যোগ বলেই মত পুলিশ কর্তাদের।

নবান্নের অদূরে ডিজি কন্ট্রোল রুমে শুরু হয়েছে মনিটরিং সেল তৈরির কাজ। ওয়েবেল-সহ তিনটি সরকারি এবং বেসরকারি সংস্থা কাজ শুরু করে দিয়েছে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করে ফেলার পরিকল্পনা থাকলেও, কিছু বাধা রয়েছে। অনেক গ্রামীণ এলাকায় এখনও সিসি ক্যামেরার বন্দোবস্ত নেই। অনেক রাস্তার সিসি ক্যামেরা খারাপ হয়ে রয়েছে। কোন কোন জায়গায় সিসি ক্যামেরা খারাপ, কোথায় সিসি ক্যামেরার অভাব, সব কিছুর খোঁজ নেওয়া হচ্ছে। আটঘাট বেঁধেই নেমে নবান্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#law and order, #Monitoring cell, #West Bengal, #Nabanna

আরো দেখুন