রাজ্য বিভাগে ফিরে যান

‘তৃণমূল ওঁকে চাইছে না, নাকি উনি দলে থাকতে চাইছেন না?’- সুখেন্দুকে নিয়ে প্রশ্ন CPM এর সুজনের!

November 29, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য, এদিকে শোনা যাচ্ছে, তিনি নাকি ডাক পাননি দলের সম্প্রতি হয়ে যাওয়া ২৫ নভেম্বরের বৈঠকে। আর জি কর কাণ্ডে মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। সূত্রের খবর, এবার রাজ্যসভায় নিজের আসন বদলের জন্য চেয়ারম্যান জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন তিনি। দ্বিতীয় সারির আসন ছেড়ে লাস্ট বেঞ্চে যেতে চাইছেন তিনি।

আর জি কর কাণ্ডে তাঁর বক্তব্য নিয়ে দলের কেউই সরাসরি মুখ খোলেননি বা পাশে দাঁড়াননি। তবে ২৫ নভেম্বর হওয়া দলের বৈঠকে সুখেন্দুশেখরের অনুপস্থিতি গুঞ্জনের আবহ তৈরী করে দিয়েছে, তাহলে দলের সঙ্গে কি দূরত্ব আরও বেড়ে গেল?

রাজ্যসভার চেয়ারম্যানকে তাঁর বর্তমান আসন বদলানোর চিঠিতে সুখেন্দুশেখর রায় লিখেছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। চলাফেরায় সমস্যা হচ্ছে। সেই জন্যই দ্বিতীয় সারি থেকে পিছনের দিকে আসতে চাইছেন তিনি।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ বিষয়ে বলেন, “তৃণমূলে তো একটাই পদ। সুখেন্দুবাবু অনেক পুরনো সাংসদ। কিন্তু আর জি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছিলেন। দল ওঁকে সর্তক করেনি, আবার জাতীয় কর্মসমিতির বৈঠকেও ডাক পাননি। তৃণমূল ওঁকে চাইছে না। উনিও হয়তো থাকতে চাইছেন না।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Sujan Chakraborty, #sukhendu sekhar roy, #Rajyasabha, #tmc

আরো দেখুন