প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভুয়ো SMS-এর সমস্যা দূর করতে কড়া পদক্ষেপ ট্রাইয়ের

December 2, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভুয়ো এসএমএস-এর সমস্যা দূর করতে একটি নির্দেশিকা জারি করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। আগামী ১১ ডিসেম্বর থেকে সব এসএমএসের উৎস যাতে খুঁজে পাওয়া যায়, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে মোবাইল সংস্থাগুলিকে। এর আগে এই সময়সীমা ছিল ১ ডিসেম্বর। মোবাইল সংস্থাগুলির অনুরোধে তা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।

ট্রাই দাবি করেছে, ইতিমধ্যেই ২৭ হাজার সংস্থা তাদের নাম নথিভুক্ত করেছে মোবাইল সংস্থাগুলির কাছে। অর্থাৎ তারা বৈধভাবে টেলিমার্কেটিং বা অনলাইন মার্কেটিং করতে চায় বলেই জানিয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে ট্রাই। তারা জানিয়েছে, ১১ তারিখ থেকে যেসব মেসেজের মূল প্রেরক সংস্থাকে চিহ্নিত করা যাবে না তাদের এসএমএসগুলি বাতিল করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#TRAI, #OTP TRAI, #fake SMS, #OTP

আরো দেখুন