বাড়িতে থাকা সোনার গয়নার নিরিখে শীর্ষে কোন দেশ? জানাচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, বাড়িতে থাকা সোনার গয়নার নিরিখে গোটা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। ভারতীয় সংস্কৃতিতে সোনার গুরুত্ব অসীম। সোনাকে শুভ ধাতু বলে মনে করা হয়। বিয়ে, পুজো থেকে যেকোনও শুভ অনুষ্ঠানে সোনা উপহার দেওয়া ও কেনার প্রচলন আছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুসারে এ দেশের মহিলাদের কাছে মোট ২৪ হাজার টন সোনা রয়েছে। গোটা বিশ্বের মোট স্বর্ণভাণ্ডারের ১১% সোনা, গয়না রূপে রয়েছে ভারতীয় মহিলাদের কাছে। ভারতীয় মহিলাদের কাছে যত সোনার গয়না রয়েছে তা সরকারি মতে মজুত সোনার তালিকার নিরিখে প্রথম ৫টি দেশ, আমেরিকা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও রাশিয়ার স্বর্ণভাণ্ডারেও নেই।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার মোট মজুত সোনার পরিমাণ ৮ হাজার টন। জার্মানির কাছে রয়েছে ৩,৩০০ টন সোনা। ইতালির কাছে ২,৪৫০ টন সোনা ও ফ্রান্সের কাছে রয়েছে ২,৪০০ টন সোনা। রাশিয়ার কাছে ১,৯০০ টন সোনা মজুত রয়েছে। অক্সফোর্ড গোল্ড গ্রুপের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা, সুইৎজারল্যান্ড, জার্মানি ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে যত সোনা মজুত রয়েছে তার ১১% সোনা রয়েছে ভারতীয় মহিলাদের কাছে।
দক্ষিণ ভারতীয় মহিলাদের কাছে সর্বাধিক পরিমাণে সোনা রয়েছে। মোট মজুত সোনার ৪০% রয়েছে দক্ষিণ ভারতে। তামিলনাড়ুর মহিলাদের কাছে রয়েছে ২৮% সোনা। ২০২০-২১ সালে করা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সমীক্ষা অনুযায়ী, ভারতীয় পরিবারে ২১ থেকে ২৩ হাজার টন সোনা রয়েছে। ২০২৩ সালে সোনার পরিমাণ বেড়ে ২৪ থেকে ২৫ হাজার টনে পৌঁছে গিয়েছে।