← কলকাতা বিভাগে ফিরে যান
মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া, জানেন কোন রুটে?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার লাইফ লাইন হল মেট্রো, খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মেট্রোর বিকল্প হয় না। এবার মেট্রো যাত্রীদের জন্য দুঃখের খবর। বাড়তে চলেছে মেট্রোর ভাড়া।
দিনের শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। রাত দশটা বেজে চল্লিশ মিনিটে যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে টিকিটের উপরে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রাতে অতিরিক্ত মেট্রো চালাতে হয়েছে। তার জন্য অন্যান্য খরচ বাড়ছে। পাশাপাশি যাত্রী কম হওয়ায় ব্যয় বাড়ছে আয়ের চেয়ে। সে’কারণে দশ টাকা বর্ধিত ভাড়া গুণতে হবে যাত্রীদের।