ঘটনার ৬৩ দিনের মাথায় জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জয়নগরকাণ্ডে ঘটনার ৬৩ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে। বৃহস্পতিবার জয়নগরকাণ্ডের মূল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন বারুইপুরের ফাস্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। শুক্রবার তিনি সাজা ঘোষণা করলেন। মৃতার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে আদালত।
জয়নগরের ঘটনায় দোষীর ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর, এক্স হ্যান্ডলে রাজ্য পুলিশের তরফে লেখা হয় ‘জাসটিস ফর জয়নগর’। আরও লেখা হয়েছে, “এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬৩ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না। কিন্ত যে অভূতপূর্ব দ্রুততায় তাকে এবং তার পরিবারকে আমরা ‘জাস্টিস’ দিতে পেরেছি, দীর্ঘ দিন বিচারহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি।”
উল্লেখ্য, গত ৪ অক্টোবর গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল নাবালিকা মেয়েটি। গভীর রাতে বাড়ির কাছের জলাজমি থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। ওই রাতেই গ্রেপ্তার হয় মোস্তাকিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছিলেন। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। ২৬ দিন পর ৩০ অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। ৫ নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মোট ৩৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল মামলায়। শুক্রবার বিকেলে রায় ঘোষণা করেন বিচারক। দোষীর ফাঁসির দাবি জানিয়েছিলেন সরকারি আইনজীবী। সে আবেদনে সাড়া দিয়ে বিচারক ফাঁসির সাজা দিলেন।