বড়দিনে শহরকে সাজাতে তিন কোটি টাকা বরাদ্দ করেছে পর্যটন দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি বছর বড়দিনের প্রাক্কালে অ্যালেন পার্কে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও ১৯ ডিসেম্বর শহরে শুরু হতে চলেছে ক্রিসমাস ফেস্টিভাল। ওই দিন বিকেলে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে অ্যালেন পার্কে উদ্বোধন হবে। ক্রিসমাস উপলক্ষ্যে ইংরেজি নববর্ষ পর্যন্ত টানা চলবে বিশেষ অনুষ্ঠান। বড় আকারের এলইডি স্ক্রিন বসানো হবে। পার্ক স্ট্রিটের রাস্তায় আলো দিয়ে তৈরি বাহারি গেট বসবে।
এবারও বড়দিন, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে সেজে উঠবে পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কে চলবে বিশেষ অনুষ্ঠান। শহরের বিভিন্ন অঞ্চল আলোয় সাজানো হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, শুধু পার্ক স্ট্রিট সাজাতেই প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা পর্যটন দপ্তর দেবে বলে জানিয়েছেন পুরকর্তারা। পার্ক স্ট্রিট শুধু নয়, মধ্য কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান কলোনি বো-বারাক, দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডও আলোয় সাজানোর পরিকল্পনা হয়েছে। একই সঙ্গে শহরের বিভিন্ন গির্জা, দর্শনীয় স্থানগুলির বাইরের রাস্তা নীল-সাদা আলোর মালার মুড়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে।