অভিষেকের হাত ধরে দলে যোগদান, এবার অসম তৃণমূল সভাপতির নয়া দায়িত্বে রমেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্ব পেলেন রমেনচন্দ্র বড়ঠাকুর। অসমে তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন প্রাক্তন কংগ্রেস ও আপ নেতা। আপ দলে যোগ দেওয়ার ৫ মাস পরই ঘাসফুলের দলে যোগ দিলেন রোমেন। ২০২১ অসম বিধানসভা নির্বাচনে ঝালুকবাড়ি আসনে তিনি লড়েছিলেন হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ভোটে পরাজিত হলেও হেমন্তর বিরুদ্ধে আপোষহীন লড়াকু রোমেনকেই অসমের সেনাপতি হিসেবে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবের হাত ধরে জোড়া ফুল শিবিরে যোগ দেন অসমের রাজনীতিতে পোড় খাওয়া নেতা রোমেন চন্দ্র বোরঠাকুর। আজ সোমবার এক্স হ্যান্ডেলে রোমেনকে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির এই তথ্য ঘোষণা করে টুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শনিবার এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করেছে ঘাসফুল শিবির।
প্রসঙ্গত, ২০২৬ সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে রমেনের নেতৃত্বে অসমে ঘাসফুল ফোটাতে জোরকদমে প্রস্তুতি নিয়ে নিল তৃণমূল, বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।