বিশেষভাবে সক্ষমদের জন্য আড়াই হাজার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে৷ নবান্ন সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ করা হবে৷ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম পর্যন্ত পড়ানোর দায়িত্ব থাকবে তাঁদের হাতে৷ রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএড করলে এই পদের জন্য আবেদন করা যাবে৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর৷
বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের পদ্ধতি এতদিন রাজ্যে ছিল না। ফলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলগুলিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছিল। যার মধ্যে অন্যতম শিক্ষকের সঙ্কট। সেই সমস্যা এবার মিটতে চলেছে। রাজ্যে এই প্রথম বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য।
রাজ্য প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, রাজ্যে এই মুহূর্তে এই ধরনের প্রায় আড়াই হাজারেরও বেশি পদ ফাঁকা রয়েছে ৷ যাঁরা এই পদের জন্য আবেদন করবেন, তাঁদের স্পেশাল এডুকেটর বলা হচ্ছে ৷ শুধুমাত্র একটি স্কুলে নয়, একের বেশি স্কুলেও তাঁদের পড়ানো হতে পারে ৷ যদি কোনও স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী থাকে, তাদের পড়ানোর দায়িত্ব বর্তাবে এই স্পেশাল এডুকেটরদের উপর ৷ যদি একই এলাকায় একাধিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে সবক’টি জায়গাতে পড়ানোর সুযোগ পাবেন তিনি ৷