নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এই সপ্তাহে, বিজেপি সাংসদরাই ইচ্ছাকৃতভাবে সংসদের উভয় কক্ষে ব্যাঘাত ঘটাচ্ছেন, বিরোধীরা নয়, অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে।
We @AITCofficial want Parliament to run today like we’ve been saying from the start of the Winter Session. Today, two of our MPs have Zero Hour notices listed in Rajya Sabha which raise important people’s issues.
This entire week, BJP MPs (not the Opposition) have been…
তিনি বলেন, তার দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চায় পার্লামেন্ট চলুক, যেমনটা তারা শীতকালীন অধিবেশনের শুরু থেকে বলে আসছেন। আজ, বুধবার তাদের দলের দু’জন সাংসদের রাজ্যসভায় তালিকাভুক্ত জিরো আওয়ার নোটিশ রয়েছে যা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমস্যা উত্থাপন করে, জানান সাকেত।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন, তাঁর সরকারকে সংসদের কাজ করতে দিতে।