রাজ্য বিভাগে ফিরে যান

দিঘায় স্কুল করতে চায় রামকৃষ্ণ মিশন ও মঠ, সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর

December 13, 2024 | < 1 min read

দিঘায় স্কুল করতে চায় রামকৃষ্ণ মিশন ও মঠ, সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিঘার জগন্নাথ মন্দিরের পর এবার রামকৃষ্ণ মিশন ও মঠ দিঘাতে স্কুল করতে চায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেওয়া হয়েছে মিশনের তরফে।

দিঘা সফর সেরে বৃহস্পতিবার হেলিকপ্টারে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। ওইদিন দিঘা হেলিপ্যাড গ্রাউন্ডে রামকৃষ্ণ মিশনের তরফে তাঁর সঙ্গে দেখা করেন দিঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের অধ্যক্ষ স্বামী নিত্যবোধানন্দ। দিঘায় মিশনের একটি স্কুল গড়তে চান তাঁরা। এজন্য মুখ্যমন্ত্রীর কাছে ১৫ একর জমির কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীও তাঁকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে ওই জমি চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

অনেকসময় ধরে স্বামী নিত্যবোধানন্দকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বামী নিত্যবোধানন্দ জানান, জগন্নাথদেবের মন্দির দীঘায় তৈরি হওয়ায় এখানে যদি একটা আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে তাহলে পর্যটকদের কাছে ভালো বার্তাই যাবে। পর্যটকরা শুধু বিনোদনের জন্য আসেন না, কিছুটা আধ্যাত্মিক পরিবেশেও কাটাতে চান তাঁরা। এই জগন্নাথ মন্দির নিয়ে তৃণমূলের উদ্দেশে বিরোধীদের কটাক্ষের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
স্বামী নিত্যবোধানন্দ বলেন, রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে আমরা চাইব, এখানে আধ্যাত্মিক পরিবেশ গড়ে উঠুক।

TwitterFacebookWhatsAppEmailShare

#schools, #ramkrishna maath, #West Bengal, #Mamata Banerjee, #Ramkrishna Mission, #Digha

আরো দেখুন