নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল দলীয়ভাবে সমাজ মাধ্যমে এই সুখবর জানিয়েছে। পাশাপাশি ঋতব্রতকে শুভেচ্ছা জানানো হয়েছে দলের তরফে। রাজ্যের শাসকদলের মতে, জনতার কাজে যেভাবে ঋতব্রত নিজেকে সঁপে দিয়েছেন, তার সুফল পেলেন এবং তাঁর রাজ্যসভায় যাওয়া গণতান্ত্রিক কাঠামোকে আরও মজবুত করবে।
৭ ডিসেম্বর জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভার প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে বাংলার শাসকদল। এই আসনে ঋতব্রতর বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। আজ, ১৩ ডিসেম্বর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকেই জয়ী ঘোষণা করা হল। তিনি রাজ্যসভার সাংসদ হলেন।
Congratulations to Shri @RitabrataBanerj on being elected as a Member of the Rajya Sabha.
His dedication to public service will further strengthen the nation's legislative framework. pic.twitter.com/FS2kpAgVBk