দেশ বিভাগে ফিরে যান

মোদীর ডিজিটাল ইন্ডিয়া পরও ভারতের ৭৬ শতাংশ সরকারি স্কুলে ইন্টারনেট সংযোগ নেই, উঠলো প্রশ্ন

December 17, 2024 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া স্লোগানের ছিটেফোঁটাও পৌঁছয়নি দেশের সিংহভাগ স্কুলে? সংসদে কেন্দ্রীয় সরকারই জানিয়েছে, ভারতের ৭৬ শতাংশ সরকারি স্কুলে ইন্টারনেট সংযোগ নেই। সংখ্যার বিচারে স্কুলের সংখ্যা ৭ লক্ষ ৭৫ হাজার ৩৮৬টি।

সোমবার লোকসভায় শিক্ষামন্ত্রকের কাছে কংগ্রেস সাংসদ জিকে পারাভি এবং আইইউএমএলের সাংসদ এমপিএ সামাদানি জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে দেশের কতগুলি সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ রয়েছে। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত চৌধুরীর পেশ করা পরিসংখ্যানে চোখ কপালে উঠেছে শিক্ষা মহলের। উদ্বেগের ভাঁজও বেড়েছে। তাতে দেখা যাচ্ছে, দেশের মোট ১০ লক্ষ ২২ হাজার ৩৮৬টি সরকারি স্কুলের মধ্যে ইন্টারনেট সংযোগ রয়েছে মাত্র ২ লক্ষ ৪৭ হাজার বিদ্যালয়ে। অর্থাৎ, মাত্র ২৪.১৬ শতাংশ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বহু বিজেপি শাসিত রাজ্যেই সরকারি স্কুলে ইন্টারনেট সংযোগের হার জাতীয় গড়ের তুলনায় লক্ষণীয়ভাবে কম। যেমন, উত্তরপ্রদেশে মাত্র ৮.৮১ শতাংশ, ত্রিপুরায় ১৬ শতাংশ, উত্তরাখণ্ডে ১৫.৬২ শতাংশ, মধ্যপ্রদেশে ১৭.৭৭ শতাংশ, অসমে ১০.২৯ শতাংশ সরকারি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ রয়েছে। আর এক ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য বিহারের সরকারি স্কুলে এই হার মাত্র ৫.৮৫ শতাংশ।

দেখা যাচ্ছে, ‘ডাবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে তা বাস্তবায়িত করতে হিমশিম খাচ্ছে। এরই পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর সংসদে পেশ করা রিপোর্ট দেখাচ্ছে, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে দেশের বেসরকারি স্কুলগুলির পরিস্থিতি তুলনায় ঢের ভালো। কারণ, সারা দেশে বেসরকারি স্কুলের সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ৮৪৪টি। এর মধ্যে ইন্টারনেট সংযোগ রয়েছে ২ লক্ষ ২৭৪টিতে। অর্থাৎ, দেশের প্রায় ৬০ শতাংশ বেসরকারি স্কুলই ইন্টারনেট পরিষেবা পায়।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রীতিমতো চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ১২ হাজার ৯১৮টি সরকারি স্কুলে রয়েছে ইন্টারনেট সংযোগ। রাজ্যের এমন বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা ২ হাজার ৫৬৫টি। শিক্ষামন্ত্রকের পরিসংখ্যানেই এর উল্লেখ রয়েছে। ১৫ কোটি টাকার মতো।

TwitterFacebookWhatsAppEmailShare

#No Internet, #Govt School, #School

আরো দেখুন