রেশনেও কেন্দ্রের বঞ্চনা, বাংলার প্রাপ্য প্রায় ১৩ হাজার কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একশো দিনের কাজ, আবাসের পর এবার কি বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্তের জাল বুনছে বিজেপি? কেন্দ্র সরকারের চাপানো সব শর্ত মেনে নিয়েছে রাজ্য। তারপরও রেশনের চালের জন্য জোড়া অর্থ বছরে বাংলার প্রাপ্য প্রায় ১৩ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। নিজস্ব তহবিল থেকে চাষিদের থেকে ধান কেনার দাম মেটাচ্ছে বাংলা। ব্যাহত হচ্ছে নানান উন্নয়নমূলক কাজ। চিঠি দিয়েও কেন্দ্রীয় সরকারের কোনও সাড়া মেলেনি! ফলে বকেয়া টাকা কবে পাওয়া যাবে? মিলবে কি-না, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।
বছরখানেক আগে কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করার জন্য জাস্ট ইন টাইম নামে বিশেষ ব্যবস্থা চালু করেছিল মোদী সরকার। রাজ্যগুলিকে ১৩ দফা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রককে রিজার্ভ ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট খুলতে বলা হয়। কোনও প্রকল্পের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করলে বিশেষ অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। প্রতিটি প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ‘সিঙ্গল নোডাল এজেন্সি’ চালু করে রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এসে জমা হবে সেখানে। ‘জাস্ট ইন টাইম’ ব্যবস্থা অনেক আগেই চালু করেছে রাজ্য।
লোগো ব্যবহার-সহ বাকি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মাস দু-য়েক আগে কেন্দ্রকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে নবান্ন। তারপরেও টাকা মেলেনি বলে অভিযোগ!