ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের অবসান, সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অশ্বিনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গাব্বায় বৃষ্টির জন্য পঞ্চম দিনের চায়ের বিরতির পরে তড়িঘড়ি খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই সময় সাজঘরে বিরাট কোহলির পাশে বসে অশ্বিনকে অত্যন্ত গম্ভীরভাবে আলোচনা করতে দেখা যায়। আলোচনার মাঝেই বিরাট একবার আবেগের সঙ্গে জড়িয়ে ধরেন অশ্বিনকে। মাঠের মাঝে এমন ঘটনা ঘটলে খটকা লাগার কোনও কারণ ছিল না। তবে সাজঘরে একান্ত আলোচনায় অশ্বিনকে এভাবে কোহলি আলিঙ্গন করছেন, এমন ছবি দেখেই জল্পনা শুরু হয়ে যায় যে, তবে কি অবসর নেওয়ার কথা ভাবছেন অশ্বিন? শেষমেশ সেই সম্ভাবনাই সত্যি হল।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ার শেষে আবেগঘন স্পিনার জানালেন, ক্রিকেটের জন্যই জীবনে সব পেয়েছেন। তাঁর বিদায়ের সঙ্গে নিঃসন্দেহে আধুনিক ভারতীয় স্পিনের বর্ণোজ্জ্বল এক অধ্যায়ের অবসান ঘটল।
ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার। পাশাপাশি ৩৪৭৪ রানও করেছেন তিনি। রয়েছে ৬টি শতরান ও ১৪টি অর্ধশতরান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সর্বাধিক উইকেট তাঁর দখলে। কিন্তু গত নিউ জ়িল্যান্ড সিরিজ় থেকেই ম্লান ছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়াতেও একমাত্র অ্যাডিলেড টেস্ট ছাড়া বাকি দুই টেস্টে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। সেখানে মাত্র একটি উইকেট পান। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিলেন অনিল কুম্বলের পর ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক।